অবক্ষয়-২
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
দিন দিন মসজিদ হচ্ছে খালি, ভর্তি হাসপাতাল,
চলছে পাপের হারজিত খেলা, ছাড়ি পুণ্যের হাল।
কার আগে কে নরকে যাবো, এই নেশাতে বাজি,
দ্বীন মানিনা তবু মোরা করি, দ্বীন নিয়ে কারসাজি।
দ্বীনের নামে করছি চালান, শত শিরিক বিদআত,
অপসংস্কতি নাই বাকি আর, জীবনের কোন খাত।
পাপ করতে করতে পাপাঘাতে, মরিছে অন্তরখান,
এখন বুঝিনা পাপ আর পুণ্যর, কোন যে ব্যবধান ।
অগণিত অবৈধ কাজ, বৈধতার মোড়কে প্রকাশ,
কেউ বুঝালে উল্টা যে তাঁর, করছি জীবন নাশ।
জাহেলি যুগের মত-
হইনা কভু নত,
বলছি আবার আমার চেয়ে, কে কি বুঝে কত?
করছি যে পাপ,সেই পাপেরই নিচ্ছি অন্যর হিসাব,
ভাবি অন্যর পাপের মহাসাগরে তুচ্ছ আমার পাপ।
দ্বীনি জলসায় চুয়াল্লিশ ধারা, উৎসাহ খেলার মাঠে,
চুড়ি পড়ে,বসে পুরুষ ঘরে, নারীরা আজ রাস্তা-ঘাটে।
দিন থেকে দিন চলছে বেড়ে, বেপর্দা আর বেয়াহাপনা,
কুশিক্ষায় কলঙ্কিত আজ বিদ্যালয় আর কলেজখানা।
ছাত্রের ভয়ে শিক্ষগন হায়, ছেড়েছেন নীতি কথা ,
সহ-শিক্ষার করাল গ্রাস আজ, অভিশপ্ত পিতা-মাতা।
দিন দিন মোদের হচ্ছে শুধু নিদারুণ নৈতিক অবক্ষয়,
শ্রেষ্ঠ সৃষ্টির মানুষের পরে, দেখ শয়তানের মহা জয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।