অবক্ষয়ের অবক্ষয়
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
এসে কি গেল ফের, জাহিলিয়াতি দাস প্রথা ?
শিশুর কাঁধে চড়ে মূর্খ জালিম তুচ্ছ জমি দাতা,
আরও যত নেতা খেতা জাহিল অসভ্য জানোয়ার,
মানুষ হয়ে মানুষের মাথায় কেমনে করে সওয়ার।
মনুষ্যত্ব বোধ হীন কতেক কু-শিক্ষিতের চাটুকার,
মানুষের মুখোশ পড়ে, কাজ করে সব হায়নার।
সূক্ষ্ম ভাবে শিক্ষার মাঝে, করছে তৈরি ভেদাভেদ,
ধনী-গরিব, উঁচু-নিচু, সম্পর্কের ঘটায় বিচ্ছেদ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।