মিথ্যে মোহ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
দ্বীন ছাড়িয়া দুনিয়ার মোহে হয়েছি আজ নিঃস্ব,
ঈমান ইয়াকিন বিসর্জনে ছল-শয়তানের শিষ্য।
এক আল্লাহর একত্ববাদে কভু হইনি একনিষ্ঠ,
তাই জালিমের যাঁতাকলে পদে পদে হই পিষ্ট।
বিশ্ব জুড়ে নির্যাতিত আজ যত শত মুসলমান,
বার বার বিবেকে দিচ্ছে তাড়া ঝড়ায়ে রক্ত-প্রাণ।
তবু কেন আজ, খোদার-ই রাজ, প্রতিষ্ঠার লাগি,
তেজিয়া ঈমান, এ দেহ প্রাণ, উঠেনা কেন জাগি।
কর ওরে মন, মৃত্যু স্মরণ, অনন্ত আখেরাত,
মরার মাঝেই বাঁচার সু-পথ, চির সুখের জান্নাত।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।