আরাধনা-১১
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
দাও দাও দাও, দাও হে প্রভু, হেদায়েতের নূর,
আঁধার যত দাও ঘুচায়ে, কর বেদনা মধুর।
ইবাদাতে মগ্ন করো, পাপের প্রতি ঘৃণা-
দিলেতে দ্বীন ঢেলে দাও, প্রশস্ত এই সীনা।
দাও দাও দাও হে প্রভু, তোমার দ্বীনের নেয়ামত,
পথ হারা পথিক আমি, পথেই হারিয়েছি পথ।
আমি অধম যোগ্যতা হীন, তোমার দয়া বিনে,
পথের দিশা পাবো না কভু, জড়াবো পাপের ঋণে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।