নীতি কাব্য-এক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
ক্ষুধা না লাগিলে করোনা কিছুই ভক্ষণ,
আবার ক্ষুধার মাঝে খোঁজনা স্বাদের লক্ষণ।
রাগের মাথায় কভু দিওনা কোন সিদ্ধান্ত,
প্রশংসার প্রলোভনে বেছো না পথ ভ্রান্ত।
পর সুখে পরশ্রী কাতর কভু যেন না হয়,
আবার নিজ সুখে অহংকার কভু যেন না রয়।
সুখের দিনে ডাকো প্রভুকে, দুঃখ আসার আগে,
দুঃখের দিনে প্রভুর প্রেমে, সদা যেন হৃদয় জাগে।
আয়ু থাকতে আয়ুর মূল্য, লও জীবনকে চিনে,
জান ও মালের বিনিময়ে, জান্নাত নিও কিনে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।