নীতি কাব্য-দুই
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

উজার করে দিতে শিখো, দেয়ার মাঝেই সুখ,
নেয়ার মাঝে ঋণের বোঝা, নিলে নিও সব দুখ।

ঋণের আশায় ঋণ দিওনা, ভেবো তুমি তারে দায়,
অপারগতায় ধৈর্য ধরো, খোঁটা নয়, মাতো ক্ষমায়।

অভাব মোদের সয়ে গেছে, তাই করিনা হাহাকার,
অভাব অভাব স্বভাব যাদের, অভাব তাদের দেয়না ছাড়।

ক্ষমা করো,ক্ষমা চাইতে শিখো, দমন করো যত ক্রোধ,
প্রতিশোধ নয়, প্রতিবাদ করো, করো অন্যায় প্রতিরোধ।

মিথ্যে কভু নাহি বল, হাঁসি তামাশার ছলে,
তিক্ত হলেও সত্য বল, রও সত্যবাদীর দলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।