স্বরবর্ণ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
অ- অজু করে সকলে পাক হও ভাই,
আ- আযান হলে চল নামাজে যাই।
ই- ইসলাম আল্লাহর এক মাত্র দ্বীন,
ঈ- ঈমানের তরে কর সব কিছু বিলীন।
উ- উরশ-মাজার সেজদা করবোনা কভু,
ঊ- ঊষার আগেই ঘুম হতে জাগিয়ে দিও প্রভু।
এ- একত্ববাদ এক আল্লাহর কর ইবাদাত,
ঐ- ঐক্য গড়ে তোল, নাও বেছে কুরানের পথ।
ও- ওয়াজ মাহফিলে দ্বীনের তালিম হয়,
ঔ-ঔষধ খাওয়া সুন্নাত, যদি অসুখ হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।