বিশ্বকবি রবীন্দ্রনাথ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কবিগুরু,
বাংলার কাব্যে যিনি কাব্য কল্পতরু।
অজস্র কবিতা আর লিখেছেন গান,
নোবেল বিজয়ী কবি, বাংলার মান।

বিশ্বকবি নামে তিনি খ্যাত চরাচরে,
রবীন্দ্র সঙ্গীত শুনে মন যায় ভরে।
গীতিনাট্য, ছোটগল্প, অজস্র নাটক,
গীতাঞ্জলি করে পাঠ সকল পাঠক।

নোবেল বিজয়ী তিনি বাংলার গর্ব,
ধন্য তীর্থ জোড়াসাঁকো হয়ে রত্নগর্ভ।
পঁচিশে বৈশাখ আসে নব কলেবরে,
চির উদ্ভাসিত রবি দিব্য দিবাকরে।

পঁচিশে বৈশাখে করি কবিরে প্রণাম,
সঙ্গীতের সুরে ভাসে বাংলার গান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।