ভিতর বাহির
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

মাথায় টুপি মুখে দাড়ি জুব্বায় দরবেশি সাজ,
আমারি পদচারনায় মুখরিত জাতি ও সমাজ।
বল রে মন বল, তোর ঘরে কে সে করে বাস,
মনের ঘরে কারে রেখে, কারে সেজদা লুটাস।
সৎ ভাব সদালাফি, সদা মিষ্টি মিষ্টি হেঁসে,
অপরাধ করছি যত দারুন সাধুর বেশে।
বল রে মন বল, আসলে তুই কার দাস,
কে তোর প্রভু, আর কারে সেজদা লুটাস।
করিনা সৎ কাজ, শুধু সৎ সঙ্গে তাল মিলিয়ে,
মূর্খতা আমিত্তের কাছে দিচ্ছি নীতি বিলিয়ে।
বল রে মন বল, কে তোরে করিছে গ্রাস,
কার কাছে জিম্মি তুই, কারে সেজদা লুটাস।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।