অস্তিত্ব
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
ভুলে গেছি মোরা নিজের অস্তিত্ব,
পৃথিবীতে আগমনের যত শর্ত।
প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম প্রভুর কাছে,
মগ্ন থাকিব সদা ইবাদাত মাঝে।
করিবনা কাটাকাটি হানাহানি,
চাইবো শুধু আল্লাহর মেহেরবানি।
আল্লাহর আদেশ, রাসুলের আনুগত্য,
ত্যাগীয়া মিথ্যা, আঁকড়ে ধরিব সত্য।
আজ মোরা ভুলেছি আল্লাহ্র আদেশ,
ভুলে গিয়েছি মোরা রাসুলের উপদেশ।
পাপ নিয়ে হারজিৎ, দ্বীনের পথ ছাড়ি,
করছি শুধুই পাপ,যেন পাপের কাণ্ডারি।
প্রত্যাশা শুধুই রাজত্ব-নেতৃত্ব-অমরত্ব,
ভুলিয়া গিয়েছি মোরা প্রভুর অস্তিত্ব।
ভুলেছি ব্যবধান যত হালাল-হারাম,
ভুলেছি পরকাল, জান্নাত-জাহান্নাম।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।