সুখের আশায়
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
সুখ গুলো সব বীজ বুনেছি
দুঃখ গুলো বুকে নিয়ে,
ফলন আসবে সেই প্রতীক্ষায়
দুখ যাতনা যাচ্ছি সয়ে।
হঠাৎ করে ভাগ্য দেশে
দুর্যোগেরই আনাগোনা,
দুর্যোগের করাল গ্রাসে
নষ্ট হল ফসল সোনা।
শোধ করিব সেই আশাতেই
ঋণ করেছি কতেক সুখ,
দুর্ভিক্ষ আর মহামারিতে
ভাঙ্গল ফের আমার বুক।
আবার স্বপ্ন, আবার ঋণ
করতে হবে জীবন খাঁটি,
সেই থেকে এই হাতের মুঠোয়
ধরলে সোনা, হয়যে মাটি।
করতে করতে ঋণের বোঝা
ভেদ করিল আকাশ সবি,
হলনা আর সুখের দেখা
অস্পষ্ট আজ জীবন ছবি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।