শ্রমিক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
তাই-ই খেতে দাও, তুমি যা খাও,
সাধ্য পরিমাণ তাগাদ দাও।
তারা পাথর নয়, তারাও মানুষ,
কর্তব্য পালনে রেখো এই হুঁশ।
দুর্বলেরে আঘাত নয়, দাও প্রেষণা,
সদালাপ সদা করো, ভুল করো মার্জনা।
ঘাম শুকানোর পূর্বে মিটাও লেনদেন,
তাদের মাঝে বিলাও শুদ্ধ-শুচি প্রেম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।