বন্দনা ( শিশুতোষ )
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

আয় খোকা আয় খুকুমণি
আজ যে আর খেলবোনা,
মা ডেকেছেন পড়ার ঘরে
বারণ করা চলবে না।

সময় মতো খাবার খাবো
ঝগড়া বিবাদ করবো না,
মা বাবার আদেশ শোনবো
মিথ্যা কভু বলবো না।

সালাম দেবো সর্বজনে
মন্দ কথা বলবো না,
চলবো সদা সরল পথে
প্রভুর কাছেই বন্দনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।