যদি......
- ফয়েজ উল্লাহ রবি
পৃথিবীর সব সুখ যদি কভু হারিয়ে যায়
যদি সব আলো কভু নিভে হয় আঁধার।
পৃথিবীর সব পাখি হারায় গান, ভুলে নীড়
চেনা মানুষ গুলো হারায় শত লোকের ভিড়।
ফাগুনের আগুন জ্বলা শান্ত মধ্য দুপুর
শ্রাবণের বারিষনে শুষ্ক গ্রামের পুকুর।
দিন শেষে সূর্য গৌধুলী রঙ্গ ছড়ায় নীল আকাশ
ফিরে পাখি নীড়ে বেলা শেষে ঘরমুখী মানুষের ঢল
সমস্ত দিনের ক্লান্তি ঠেলে এতোটুকু শান্তির খুঁজে
ব্যস্ত মানুষ! আলোহীন পৃথিবী হারায় ঘোর আঁধারে।
“যদি সব নদী শোকিয়ে হয় মরুভূমি
সে দিন কি গো আমার র’বে তুমি” ?
<> কুমিল্লা
২০ জুলাই ২০০০ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।