মনের মানুষ
- ফয়েজ উল্লাহ রবি
কার লাগিয়া কান্দে এই মন
কারে করে স্মরণ,
বসে থাকি সকাল সন্ধ্যা রাত
করতে তোরে বরণ।
তুই যে আমার মনের মানুষ
থাকিস কোন সে নগর,
তোরে খুঁজে ফিরে ক্লান্ত আমি
থাকনা জুড়ে অন্তর।
তোর তরেতে সাজালাম যে
ভালবাসার ঘর,
সে কিনা তুই গেলি চলে
করে আমায় পর।
এই পৃথিবী তোর আর আমার
‘সাজানো এক বাগান’,
দিবা নিশি তোর নামে যে বাজে
ভালবাসার গান।
“আয় ফিরে আয় এই বুকেতে
তোর অপেক্ষায় রই,
আমিই তোর মনের মানুষ
অন্য কারও নই”।
বুধবার- দাম্মাম
২৭ বৈশাখ ১৪২৪
১০ মে ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।