তাওবা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
শয়তান ছিল ইবাদাতে ফেরেস্তা হইতেও দামী,
অহংকারে অভিশপ্ত, হল সে চির জাহান্নামি।
তাই সে হল মানুষের প্রকাশ্য দুশমন-
বদ-নেক উভয় রূপে, ধোঁকা দেয় প্রতিক্ষণ।
শয়তানের শপথ-
আক্রমণ করিবে ঘিরে চার পথ।
কুমন্ত্রণার প্রভাবে গড়িবে পাপের পাহাড়,
আদম সন্তানকে দেবেনা কিছুতেই ছাড়।
রন্দ্রে রন্দ্রে শিরায় শিরায় করিবে বিচরণ,
পাপের নেশায় পাপ সাগরে ডুবিয়ে রাখবে মন।
‘প্রভু কন’ শয়তান, চাওয়ার আছে কি আর কিছু?
তুই কিন্তু নিয়ে নিলি, ডান-বাম, আগ-পিছু।
দেখো প্রভুর হেকমত কি,
রহিয়াছে ঊর্ধ্ব-অধঃ বাকি।
ফের প্রভু করিলেন কঠিন শপথ-
আমিতো রেখেছি খোলা তওবার পথ।
বান্দা আমার করে যতই পাপ-তাপ-
ঊর্ধ্ব পানে হাত তুলে যদি হয় অনুতাপ,
আর অধঃপানে চেয়ে চেয়ে হয় মাটির মতন,
নিষ্পাপ করিয়া ছাড়িব, এই মোর শেষ কথন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।