ধর্মান্ধ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
সন্ত্রাসীরা ত্রাস কর
দিস না তবে ধর্মের দোহাই,
ধর্ম মানে শুদ্ধ জীবন
ত্রাস-সন্ত্রাসের স্থান নাই।
কোন সে ধর্ম দিলো তোদের
মানুষ মারার স্বীকৃতি,
ধর্মান্ধরা ধর্মের নামে
ধর্ম করে বিকৃতি।
ধর্ম এলো মুক্তি দিতে
সকল স্বাধীন মানবতার,
ঘুচাতে সব অন্তর থেকে
মূর্খতা আর অন্ধকার।
সৎ কর্ম সৎ সাধনায়
নিঃস্বার্থের কর জয়,
হিসাব মোদের দিতেই হবে
এক আল্লাহ্কে করো ভয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।