অসুস্থতা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
অসুস্থতা আজাব নহে, বল রহমত,
আল্লাহ্র রজ্জু ধরে শুদ্ধ হওয়ার পথ।
পাষাণ হৃদয় যখন মত্ত দুনিয়াতে,
অসুস্থতা ধাবিত করে আল্লাহর পথে।
অসুস্থতাতে করো যতই শোক তাপ,
আল্লাহ নিজ দয়ায় মোচন করে পাপ।
আমরা দুনিয়াদার--
অসুস্থতা দিয়ে আল্লাহ নৈকট্য দেয় তাঁর।
অথবা তা প্রায়চিশ্ত, পরীক্ষা ঈমানের,
সুযোগ করিয়া দেয়, আল্লাহ্ তাঁর ধ্যানের।
অসুস্থতার মাঝে খোলেন, রহমতের দ্বার,
প্রিয় বান্দাদের করেন তিনি জাহান্নাম পার।
ভুল থেকে ফিরে এসে, করিয়া তাঁরে ভয়,
একনিষ্ঠ শপথে সফল, করিতে জান্নাত জয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।