শিষ্টাচার
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

সদালাপী, সদা হাঁসি,সদা বিনয়ী,
সালাম-ছোঁহবতে মন করে জয়ী।
অহংকার হিংসা ঘৃণা পরনিন্দা মাঝে-
করেনা, খেয়ানত, কোন কথা-কাজে।
কটু কথা, পটু কথা, নাহি মিথ্যার আশ্রয়,
সর্ব কাজে, সর্বদা রাখে, আল্লাহ‌র ভয়।
বড়দের করে তাজিম, ছোটদের স্নেহ,
চায়না সে, তার কারণে, কষ্ট পায় কেহ।
মিষ্টভাষী সে, মন কাড়ে-মহানুভবতায়,
প্রয়োজনে প্রতিবাদী, নচেৎ নম্র-ভদ্রতায়।
সুখ বিলায় পথে-পথে, দুঃখ লয় বুকে,
শোকর-সবর মাঝে, থাকে হাঁসি মুখে।
মুগ্ধতা ছড়ায় সদা, মানব কল্যাণে-
প্রেম-প্রীতি ভালবাসায় মিশে প্রাণে-প্রাণে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।