গাছের কষ্ট
- সৌম্যকান্তি চক্রবর্তী
গাছের কষ্ট বোঝে না কেউ ,
বোবা জীবগুলো তাই কাটা পড়ে ,
ওদের গায়ে বৃষ্টি পড়লে ,
ডালপালা নেড়ে বোঝায় আনন্দধ্বনি ,
ফুল ফল বাতাস সুবাস দিয়ে
খুশি করতে চায় জগৎ সংসারকে ,
তবুও স্বার্থপর মানুষ কেটে বিক্রি
করে দেয় ওদের জীবন ,
অথচ ওরা না থাকলে সবই নেই
হয়ে যাবে , কিছু মানুষও এমন আছে
যারা না থাকলে চলে না কিন্তু
তারা থাকলেও তাদের প্রয়োজন
কেউ বোঝে না ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।