চাঁদ দিলাম তোমায়
- ফয়েজ উল্লাহ রবি
পুরোটা চাঁদ তোমাকে দিলাম
যেখানেই যাও দেখবে আমিও ছিলাম
তোমার মালিকানায় থাকবে চাঁদ
‘রেজিষ্টেশন করার কি আছে দরকার?
কখনো কেউ দেবেনা বাধা, এমন কি সরকার’।
আর আকাশটা আমারই রইল,
তা দেয়ার আগেই তুমি চলে গেলে অনেক দূরে......
তাই আমার আকাশ ইদানিং শুধুই আঁধার
মাঝে মাঝে মিটিমিটি ঝোনাক জ্বলা
আবছাআলোয় প্রদীপ দূর করেনা রাতের কালো।
শুক্রবার-দাম্মাম
২৯ বৈশাখ ১৪২৪, ১২ মে ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।