“ভাল্লাগেনা”
- ফয়েজ উল্লাহ রবি

ভাল্লাগেনা এই বলে যে -
দিবা নিশি করি অভিনয়
ভাল লাগার জায়গাতে আজ
লাগে বড্ড বেশি ভয়।
ভয়ে কাটে জীবন সবার
কখন জানি কি হয়,
তবু বাঁচে মানুষ যেমন-তেমন
মানুষ এমন তো হবার নয়।
মানুষ আজ মনুষ্যত্বহীন!
ভাল “মানুষ” কই,
তেল মারছে সব, উজির-নাজির
কেউ মারছে দই।
চারদিকে এত্তো হাহাকার
কোথাও কেউ নিরাপদ নয়,
কী করে আর ভাল থাকি
তাই “ভাল্লাগেনা” রোগ হয়।


শনিবার, দাম্মাম
৩০ বৈশাখ ১৪২৪, ১৩ মে ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।