তারপর...
- ফয়েজ উল্লাহ রবি
তোমার খোলা জানালার পাশে রাস্তা দিয়ে হেঁটে যাব
মিটি মিটি জ্বলা জোনাকির আলোয় আমায় কি খোঁজে নিবে।
সন্ধ্যা কিংবা রাত দুপুরে, সকাল কিবা বিকেল-
খালি হাত; অথবা ফুল হাতে; হয়তো দাঁড়িয়ে থাকবো
সঙ্গী হবে লেম্পোস্ট ইলেকট্রিক বাতি, হয়তো দু’টো কাক
দ্রুত বেগে গাড়ী বিকট হর্ণ-
তুমি বিরক্তির সুরে শুষ্ক নয়ন মেলে দেখবে রাগের উপর।
তারপর.........
মঙ্গলবার, দাম্মাম
২ জ্যৈষ্ঠ ১৪২৪, ১৬ মে ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।