পথ
- ফয়েজ উল্লাহ রবি
চলতে পথে থামতে হবে
দেখতে হবে সব,
এক পলকে বদলে যাবে
চলার গতি বস।
কে যে আপন তোমার
আর; কে বা পর,
যায়না চেনা কখনো যে
থাকলে বসে ঘর।
ঘর ছেড়ে বাহিরে এসো
দেখবে চারিদিক,
ভুল থেকে শিখবে তুমি
শিখবে যে সঠিক।
পথে ঘর, পথই ঠিকানা
এই কি আজানা,
খোঁজে নাও তোমার যেটা
করো না বাহানা।
“জীবন একটা যুদ্ধ ক্ষেত্র
খোলা রেখো নেত্র,
জয়-পরাজয় এক সাথে
এই তো বিচিত্র”!!
দাম্মাম, বৃহস্পতিবার
৩ জ্যৈষ্ঠ ১৪২৪, ১৮ মে ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।