উত্তম মানুষ
- ফয়েজ উল্লাহ রবি

যারা জেগেও করে ঘুমের অভিনয়
তাদের জাগানো এত্তো সহজ নয়।
বুঝেও যারা না বুঝার করে ভান
কে দেবে তাদের এই বুঝার জ্ঞান।
সুখের মাঝে দুঃখের কান্না, দুঃখে হাসি
সব্বাই বলে আমি ওদের ভালবাসি।
খালি পেটে দিন রজনী অন্যকে দেয় খেতে
মনের মাঝে রাখি ওদের, নেব বুক পেতে।
ভাল মানুষ সেজে যারা করে মন্দ কারবার
মোড়কে সাদা দেখতে, তবে ভেতর অন্ধকার।
“গভীর রাতে আলোর প্রদীপ দূর করে আঁধার
তিনিই উত্তম মানুষ, পৃথিবীতে তিনিই সবার”।


দাম্মাম, বৃহস্পতিবার
৪ জ্যৈষ্ঠ ১৪২৪, ১৮ মে ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।