ছায়াবৃতা
- অনির্বাণ মিত্র চৌধুরী
ছায়ার আড়ালে কে তুমি
খেলছো লুকোচুরি খেলা?
দিগ্বিদিক তোমায় খুঁজে খুঁজে
কেটে যায় সারাটি বেলা।
এই বুঝি দেখেছি তোমায়
জানালার এপাশ থেকে
কাছে গিয়ে দেখি কেউ নেই,
আশা হয়ে যায় ফিকে।
ঘুমের ঘোরে, স্বপ্নের ভীড়ে
দেখেছি তোমায় কত!
থে'কে থে'কে শুধু চমকে উঠেছি
লজ্জা পেয়েছি শত।
বারে বারে কেন মনে হয়
কেউ বুঝি খুব কাছে
দু'টি চোখ যেন নিষ্পলক
আমায় চেয়ে আছে।
মায়াভরা সে দু'টি চোখে
কি যে মায়া আছে হায়!
মাঝে মাঝে যেন বাতাসে
তোমারই সুরভি পাই।
কোনো কিছু ভাবতে গেলেই
কার মুখ যেন ভাসে?
কেন জানি শুধু মনে হয়
আড়ালে কেউ যেন হাসে।
এই বুঝি কেউ ছুঁয়ে দিলে চোখ
শিহরণ জাগে বুকে
আবার কোথায় হারিয়ে গেলে
চোখের একটি পলকে?
ইশারায় বুঝি ডাকলে কাছে
বলতে মনের কথা
শুনতে গিয়ে থমকে দাঁড়াই
জমে যায় নিরবতা।
সামনে এসে দাও গো ধরা,
খেলো না লুকোচুরি
তোমায় নিয়ে সাজানো স্বপ্ন
জমেছে ভুরি ভুরি।
আড়াল ভেঙ্গে সামনে দাঁড়াও-
হৃদয়ের আকুলতা
চোখ জ্বলে যায় দেখব তোমায়
শোনো হে, ছায়াবৃতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।