সমকালীন ছড়া - বখাটে
- ফয়েজ উল্লাহ রবি
বড় লোকের আদরের ধন
আছে লাখ টাকার গরম,
দিবা নিশি করছে খারাপ কাজ
নেই এতোটুকু শরম।
টাকার জোরে মডেল কেনে
আনন্দে কাটায় রাত্রী,
নেশার দ্রব্য খেয়ে পরে থাকে
শেষে মরণ যাত্রী।
ধর্ষণ আর ব্যবিচারে ডুবে থাকে
করে না আইনের তোয়াক্কা,
এবার খাইল ধরা পাপের হাতে
খাবে শক্ত একটা ধাক্কা।
সোমবার, দাম্মাম
৩১ চৈত্র ১৪২৪, ১৫ মে ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।