মনে হয় অজয় নদী হই
- লক্ষ্মণ ভাণ্ডারী
দুইতীরে মোর ছায়াঘেরা
ছোট গ্রাম থাকে যদি।
মনে হয়, যেন আমি হই
ছোট এক অজয় নদী,
রইবে আমার একধারেতে
সাদা কাশ ফুলের বন,
কাশবনে উড়বে শালিক
ভরে উঠবে নয়ন মন।
ঘাটে আমার রইবে বাঁধা
ছোট একখানি তরী,
জল নিয়ে যাবে বধূরা সব
মাটির কলসিতে ভরি।
পূব আকাশে উঠবে রবি
প্রতিদিন প্রভাত হলে,
ছোট মাছেরা করবে খেলা
আমার শীতল জলে।
হব আমি এক অজয় নদী
বইবো এঁকে বেঁকে,
দিয়ে যাবে ডাক শঙ্খচিল
দূরের আকাশ থেকে।
পশ্চিমে ঢলে সোনার রবি
দিন হলে সমাপন,
ক্লান্ত পাখিরা সকলে ফেরে
নীড়ে আপন আপন।
সাঁঝের বেলা কইবো কথা
চাঁদ ও তারার সাথে,
শেয়ালগুলো উঠবে ডেকে
থেকেথেকে মাঝরাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।