কামনা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
প্রিয় হতে পারিনি তাই গিয়েছো ভুলে,
আমি রেখেছি আমার হৃদয় দুয়ার খুলে।
প্রেম পরশে তোমায় করি কতনা যতন,
পারিনি হতে আমি আদৌ তোমার মতন।
আমি রিক্ত,সিক্ত মনে, তোমায় যাচিয়া যাই,
ওগো মোরে করো দয়া, দাও হৃদয়ে ঠাই।
তুমি বিনে শূন্য আমি,শুধু ব্যথা অগণন,
তাইতো প্রিয় তোমাতে করি আত্মসমর্পণ।
এসো নির্মল স্রোতে ভাসাও শান্ত নীলাচল,
শত কামনা উম্মাদনা চিত্তে ক্ষিপ্র কোলাহল।
এসো প্রিয় বুকের ঘরে সাজাই স্বর্গ উদ্যান,
যত দুঃখ-যাতনার আজি হোক অবসান।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।