মহাজীবন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
এ জীবন, জীবন নহে
জীবনের নমুনা মাত্র,
এই দুনিয়া পাঠশালা
সবাই আমরা ছাত্র।
পড়ি-শিখি গড়ে যাই
জীনের শত পার্ট,
এরই মাঝে গড়ে তুলি
ক্ষণিক খেলার মাঠ।
চাহেনা মন, দুনিয়ার জীবন
হোক কভু ক্ষয়,
আসলে মুমিনের মহাজীবন
মৃত্যু মাঝেই শুরু হয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।