কবি-কবিতা
- ফয়েজ উল্লাহ রবি

কবিতা লিখে কতোশত
মোটেও নেই কাব্য,
ভাবখানা মস্ত বড় কবি
মহান কবি নব্য।
মন্দ নয় চলুক এই ভাবে
কবিতা যদিও না হয়,
কোন সাজা নেই লিখে যাক
কাব্য নাই বা রয়।
মনের আবেগ কাগজে
কালিতে এঁকে যাই,
কবি কবি এমন খেতাব
খারাপ কি যদি পাই।
মনের সুখে সৌখিন কবি
ভুল-বাল লিখে,
একটি কবিতা যদি হয়
একটু-আকটু শিখে।
কবি-কবিতায় আছি মেতে
বিনা মেঘে নাচি,
কবিতার স্বাদে গন্ধে মিশে
কবিতায় বাঁচি।।

দাম্মাম, বুধবার
১০ জ্যৈষ্ঠ ১৪২৪, ২৪ মে ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।