বিশেষ চাওয়া
- ওমায়ের আহমেদ শাওন - জীবন-যাপন

চুপ করে শোও,
চোখ বন্ধ করো,
কোন প্রকার বিব্রত বোধ করবে না-
দেখবে ভালই লাগবে !

এতদিন তো এটাই চেয়েছিলে-
যাকে ভালবাসা বলেই তোমার
যবানিকার অন্তরাল থেকে উচ্চার্য;
তোমার মাঝে কি যেন মায়া আছে !

দেখলে তো ? কি স্নিগ্ধ গন্ধ !
কি দারুণ অনুভূতি !
তোমার পরিপূর্ণ তৃপ্তি হয়েছে,
আমি যে কামদেব !

নিস্তেজ হবার পর,
যখন আহ্ ধ্বনিটাও
পরম প্রশান্তি এনে দিয়েছিল
শুধু কি তাই জীবনের সকল চাওয়াগুলো

তাতেই মিলিয়ে দিলে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।