সমাজ প্রতিবন্ধী
- প্রবীর রায় - প্রতিবন্ধী

আজ সমাজ প্রতিবন্ধী
অসহায় সব জীবন,
উন্নতি স্তব্ধ
ব্যথা ভরতি ক্রন্দন।
স্বপ্ন সব বন্দী
আশা যত আঁধার,
আলো সব নিখোঁজ যেন
হিংসায় জয় চতুরদিক।
প্রতিবন্ধী আজ সবল- শক্তিমান,
জরতা ভুলে চালায় অভিযান।
পরিপুষ্ট জীব,অচলতি নোংরা- ভাগাড়।
নিজেকে রাজা ভেবে,দেশকে ভরে কারাগার।
মনে লোভ,টাকাতে আকৃষ্ট
ক্রাইমে অগ্রগতি।
অসহায় কাঁদিয়া মরে
পায়ে বেরি,মায়ের ক্ষতি।
মানুষ এগোয় সদা,ছায় প্রতিপত্তি
দেশ ঘুড়ির সুতো
লাটাই চালায় দত্যি।
এস মানব গণ,
উন্নত শির তুলি
দেশকে এগোয় বিশ্বে
প্রতিবন্ধক, অলসতা ভুলি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-০৫-২০১৭ ১৩:৩৪ মিঃ

সমাজের প্রতিবন্ধকতা বাঁচাতে কবিতাটি সকলে পর,বিকলাংগ মানুষ
প্রতিবন্ধী নয়,মনুষত্যতাই আসলে প্রতিবন্ধী যা সমাজের অভিশাপ।।