শুভনববর্ষ
- নাহিদ সরদার

শুভ নববর্ষ
------------
কে-গো তুমি
আজ সকালে পান্তা ভাত আর ইলিশ নিয়ে এলে,
আবির রঙে মন সবুজে শুভেচ্ছা ঢেলে দিলে,
তুমি হিন্দু না মুসলিম?
যদি তুমি হিন্দু হও আবির রঙে সাজব না,
যদি তুমি মুসলিম হও
সকাল সকাল উঠবো না।
কে -গো তুমি
কি হও আমার
তুমি কি আমার বাঙালি হও?
যদি তুমি বাঙালি হও
তোমার সাথে যাব আমি- জলদি নাও।
যে যা ভাবে ভাবুক
দাদু বকবে বকুক
তোমার সাথে যেয়েই হব সতেজ বাঙালি,
তোমার মতোই প্রেম বিলিয়ে হব কাঙালি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।