থেকে যাও
- নাহিদ সরদার

থেকে যাও
মো: নাহিদ সরদার

আবার কি তোর উঠোনজুড়ে দাগ পড়েছে রক্ত কণার?
অবাঞ্ছিত ঘাস জমেছে কি নয় মাসেরই?
থালা-বাটি , ধানফুল আর নাকফুল কি হারিয়ে গেছে সবুজ সবুজ ধানের ক্ষেতে?
সিঁথির সিঁদুর টিকে আছে?
ভালো আছেতো ধীরেন কাকা
দ্যুতি পরে আগের মতো?
সব যদি ভাল থাকে
তবে কেন সাত পুরুষের বাস্তুভিটার দেয়াল খসে
কেন তোমার উঠোন জুড়ে ঘাস জমেছে অবাঞ্ছিত
কেন তুমি ওদেশ যাও এদেশ ছেড়ে?
অামরা দুভাই ভালই ছিলাম
ভালই আছি রোজ সকালে।
ও ভাই আর যেওনা কাঁটাতারে হৃদয় ছিঁড়ে
থেকেই যাও বাপদাদাদের বাস্তুভিটায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।