যদি আমি চলে যাই
- নাহিদ সরদার

যদি আমি চলে যাই
--------------------------
যদি আমি চলে যাই
কার কত ক্ষতি হবে?
ও পৃথিবী তোমার বা কতটুকু জ্বলবে বলো?
যা জ্বলার জ্বলবে আমার
যা ক্ষতি হবে আমার?
আমিতো দেখেছি, বিষাক্ত পেয়ালায় মুখথুবড়ে পড়া ছেলেকে কতটা আদর দিতে পারে মা,
ছেলের ভেঙে যাওয়া হাতের জন্য কতটা কেঁদে যেতে পারে বাবা,
অারোগ্য কামানায় যে মেয়ে হাত তুলেছে ভীষণ ভালবাসায়,
আমি যদি চলে যাই
তার ভালবাসা কাকে দেবেগো পৃথিবী?
তাই যদি আমি চলে যাই
ক্ষতিটা আমার বেশি হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।