সে আমার মুখস্থ ভালোবাসা
- নাহিদ সরদার
সে আমার মুখস্থ ভালবাসা
মো: নাহিদ সরদার
বাংলার ফুল,বাংলার জল
বাংলার মাটি বাংলার মানুষ
সে অামার মুখস্থ প্রেম
ভুলে থাকা যায়না।
সেই সাথে তুমি হলে
মুখস্থ ভালবাসা আমার
তোমাকেও ভুলে থাকা যায়না।
অতএব ভুলতে বোলোনা
যদি তোমাকেই ভুলে যাই
ভুলে যেতে হবে সমুদয় বাংলা আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।