যদি ঝর্ণার মোন ছঁয়ে মরে যাওয়া যেত
- নাহিদ সরদার
যদি ঝর্ণার মন ছুঁয়ে মরে যাওয়া যেত!
মো: নাহিদ সরদার
অালোচিত সব মৃত্যুর পথ রোধ করে দাও পথিক
উন্মুক্ত গোলাপ পথে হেটে হেটে হোক মেরুন মরণ।
বলেছিল খেজুর তলায় অপেক্ষায় এক মেয়ে,
কৃষ্ণচূড়ার শাড়িতে বউ হবে
নীরব ঝর্ণার মন ছুঁয়ে যাবে পরলোক - যদি যেতে হয় ,
অথচ পনের দিন পরে
কে যেন এনে দিল এক নদীর কঙ্কাল ,
যে গিয়েছে মরে - সে এক অভাগী নদী,
তার গায়ে কৃষ্ণচূড়া রঙ দেখে বুঝেছি, এই সে কৃষ্ণচূড়া মেয়ে।
কি এমন ক্ষতি হতো যদি ঝর্ণার মন ছুঁয়ে মরে যাওয়া যেত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।