খেজুর হলুদ শাড়ি
- নাহিদ সরদার

খেজুর হলুদ শাড়ি
মো: নাহিদ সরদার
একমুঠো কৃষ্ণচূড়া জ্যৈষ্ঠর খোপায় নিলাম দিলাম,
কি ফুল গুঁজেছি খোপায় হয়নি দেখা তাঁর,
চিত্রার জল ছুঁয়ে এসেছিল যে মেয়ে- সে চলে গেছে অচেনা খেয়ায়
আমি কেবল সখের বৈঠা ঠেলি রূপসার জলে,
এই জলে যার প্রতিচ্ছবি
সে এক বউ শস্যকোট হলদে পাখির বন,
সেইখানে এসেছিল মেয়ে
কথা ছিল আসবে সে নীল দপুরের এক নীল শাড়িতে,
এসেছিল পরাণে পরাণ বেঁধে
তবে পরে আছে এক, খেজুর হলুদ শাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।