এ্যাত্তদিন দেখিনি তোমায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে তিলোত্তমা অঙ্গনা
এ্যাত্তদিন দেখিনি তোমার
রূপের ছটা,
দেখিনি তোমার
টইটম্বুর যৌবন তটনী
দেখিনি তোমান অলুক কুন্তল।
আজ কি যেন দেখলাম তোমার পানে
অপাঙ্গ দৃষ্টিতে বারংবার চেয়েছিলাম!
কিন্তু সেই সময় আর হয়নি
তোমার অঙ্গসৌষ্ঠব মনে ভালবাসা
উদ্বেল করে তুলছিল,
প্রেমের মৃদঙ্গ বেজেছিল
তুমি অনুমেয় করতে পারনি
পারনি আমায় বুঝতে
প্রলাপ বকে চলে গেলে???
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।