মনের ঘরে
- নাঈম জাহাঙ্গীর নয়ন
বন্ধু তোমায় দেখলে আমার মনের ছোট্ট ঘরে,
কেমনে বুঝাই মধুর বাঁশি বাজে করুণ সুরে।
ভালোবাসার রঙিন স্বপন,
মনে তখন কত কথন!
বলতে তোমায় কাছে পেতে মনটা কেমন করে।
সকাল কিবা ভর দুপুরে বিকেলবেলা মিষ্টি রোদে,
যখন দেখি হেসে হেসে সখীর সনে যাচ্চো হেটে।
ক্লান্তি ভুলে সুখী তখন,
এক নজরে আমার এমন।
বারেবারে বলছে যেনো লক্ষ বছর তোমায় চিনে!
আগের জন্মে বন্ধু ছিলে বারে বারেই মনটা বলে,
আপন লাগে তাই বুঝি দেখে তোমায় এই জনমে।
মনের ঘরে করবো বরণ,
লিখে দিবো সুখের ভুবন।
সকাল সন্ধ্যা রাত গভীরে সুখী রবো তোমার সুখে।
প্রেমের ফসল মনের ভূমে করবো চাষ খুব যতনে,
ভালোবাসা দিও সেথায় ভুল করোনা অভিমানে।
তোমায় নিয়ে লক্ষ বছর
বাঁচতে মনে ইচ্ছে ভীষণ।
নিঃশ্বাস বুঝি বন্ধ হবে দুই নয়নের আঁড়াল হলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।