তোমায় ভালবেসে ছিলাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অতিশয় মত্ত হয়ে
তোমায় ভালবেসেছিলাম!
তোমাকে পাবার আশে
দিনমান কেঁদে ছিলাম।

তুমি আমার ভালবাসার মূল্য দাওনি
প্রলাপ বকে ছিলে,
প্রহেলিকা ভেবে
আমায় তাড়িয়ে দিয়েছিলে

তোমায় গজমতি হার
পায়ের মল
হাড়তের কঙ্কণ
নাকের নোলক
মাজার বিছে
মাথার টিকলি দিতে চেয়েছিলাম!

তুমি তবুও প্রসন্ন ছিলে না
ভাবছি তোমায় চিরতরে ভুলে যাব
কিন্তু,আজ কেন আমার দ্বারে এসে কড়া নাড়ছ????


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৬-২০১৭ ২১:৩৭ মিঃ

হাতের কঙ্কণ,,,