অবাঞ্চিত ভালবাসা
- অনির্বাণ মিত্র চৌধুরী

চোখের কোণে বৃষ্টি জমে
ঝরে পড়ে তোমার নামে।
কিনেছি দুখ প্রেমের দামে
শুণ্য হয়েছি তোমার প্রেমে।

হৃদয় চিরে যদি দেখানো যেত
বুঝতে তোমাকে ভালোবাসি কত
বুকের মাঝে পাথর চেপে
জমিয়ে রেখেছি কষ্ট শত।

আমার জীবনটা শুধু তুমিময়;
তোমার জীবনে আমি অবাঞ্চিত
যেই স্মৃতি উপহার দিয়েছিলে
সেগুলো হৃদয়ে এখনো সঞ্চিত।

আমার জীবনে শুধু তুমিই ছিলে;
তোমার জীবনে আমি উপেক্ষিত
আমিতো স্বপ্নে বিভোর ছিলাম;
তবে আজ হৃদয় রক্তে রঞ্জিত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।