রায়বাঘিনী থেকে গেলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রেম দেবতা মদনের কাছ থেকে তোমায় বর স্বরূপ
পেয়েছিলাম হে পদ্মাসনা অঙ্গনা,
আমি পয়মন্ত হয়েছিলাম
মন আকাশে ভালবাসার কেতন
পত পত করে উড়ছিল!
ভেবেছিলাম ভুল- ভ্রান্তি দূর করে
নব সাঁজে এসেছো ভালবাসার বরণ ডালা নিয়ে!
কিন্তু এখনো রায়বাঘিনী থেকে গেলে???
ভালবাসি বলে তাই তোমার কাছে আর মাথা নত করব না,
তুমি বিদূষী নারী
কেশবতী তাই তোমায় ভালবেসে ছিলাম,
টাকার অঙ্ক দেখে নয়
কিন্তু বারংবার অবহেলা করছ!
ঘৃণার কার্তুজে আর পর্যদুস্ত হতে পারব না
একা থাকার সংকল্প করেছি
তোমায় অভিবাদন প্রিয় ভাল থেক!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।