কিনাঙ্ক পড়েছে মনে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কিনাঙ্ক পড়েছে মনে
তাই কথা বলি না কারো সনে,
যার সনে বলি কথা
সে দেয় বুক ভরা ব্যথা।

কিনাঙ্ক পড়েছে মনে
তাই কথা বলে না কারো সনে,
যারে ভাবি আপন
সেই পর ভেবে করতে চায় মোরে দাফন।

কিনাঙ্ক পড়েছে মনে
তাই কথা বলি না কারো সনে,
সবাই দেয় কষ্ট
তাই আজ আমি নষ্ট
কিনাঙ্ক পড়েছে মনে
তাই কথা বলি না কারো সনে।?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।