দুঃখিনী, দুঃখ করো না
- অনির্বাণ মিত্র চৌধুরী
দুঃখিনী, তুমি দুঃখ করো না।
তোমার এক একফোঁটা অশ্রুবিন্দু
আমার কাছে এক একটা সিন্ধু।
তোমার মলিন মুখ আমার ভালো লাগে না।
তাই দুঃখিনী, তুমি দুঃখ করো না।
তোমার মুখে সেই হাসি আমি আবার দেখতে চাই
যে হাসিতে আমি সবকিছু ভুলে যাই।
আবার হাসো না সেই ভুবন ভুলানো হাসি
যে হাসি, আমি বড্ড ভালোবাসি।
তুমি হাসলে তোমার গালে যে ছোট্ট টোল পড়ে
আমি সেই টোলটার প্রেমে পড়েছি।
তুমি যখন হাসো, তোমার চোখে মুখে যেন বিদ্যুৎ খেলে।
আচ্ছা, এই হাসি তুমি কোথা থেকে পেলে?
যত দেখি সেই হাসি ততই মুগ্ধ হই
তাই অবাক চোখে তোমার দিকে চেয়ে রই।
আবার হাসোনা তুমি,
অনেকদিন দেখিনা তোমার হাসি।
ওগো দুঃখিনী, তুমি আর দুঃখ করো না।
প্রাণখুলে আবার হাসো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।