তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৩৭
- অনির্বাণ মিত্র চৌধুরী

কে রেখেছে কার গহীন মনের খবর
কে হয়েছে আপন, কে হয়েছে পর।
কার পুড়েছে মন, নষ্ট স্বপ্ন-বাসর
কার সুখের ঘুড়ি হয়েছে যাযাবর।
কে করেছে হরণ মনের ঘরের চাবি
কার অতল মায়ায় কে খেয়েছে খাবি।
কার ভেঙেছে স্বপ্ন, কে তুলেছে দাবী
কে ভেবেছে এমন যত্ত হাবিজাবি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।