রায়বাঘিনী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দন্ডমুন্ডের মতো কোথা থেকে যেন
আবির্ভাব হল এক তিলোত্তমা অঙ্গনার,
তার দক্ষযজ্ঞ দেখে আমি হতবিম্ব
মনে হয় আমার দয়িতা
আমার জীবন সঙ্গিনী?
যদি কাছে থাকত
তাহলে আমায় দলন করত!
তার দর্শনেন্দ্রিয় দিয়ে অনলের গোলা ছুটত
শরীরে এসে বোমা হয়ে ফুটত।
এমন রায়বাঘিনী দেখিনি
যাকে রোধ করা দূূর্নিবার,
যে নিমেষেই করতে পারে
এই ভূলোক ছাড়- খার।
ভেবেছিলাম প্রেম দেবতা মদন
হুমায়রা বিলাসী কে দেউটি
করে পাঠিয়েছে আমার জীবনে
ভেবে ছিলাম তার মাঝে ভালবাসার দ্যুতি
লুকায়িত করা আছে?
কিন্তু তা না কিছুই নেই তার মাঝে
দম্ভে বক্ষ মাজার পরিপূর্ণ!
ধরনধারণ দেখে মনে হয়েছিল সে আমায় ভালবাসে
তার ভালবাসার গর্জন শুনে
তার দ্বারে কড়া নেড়ে ছিলাম সে নিছক
আমায় ভালবাসে?
কিন্তু হঠাৎ সে নিবাতষ্কিম্প হয়ে গেল
চুপসে গেল রায়বাঘিনী!
ভালবাসা তো দূরের কথা
ঘৃণার কার্তুজে পর্যদুস্ত করল
চোখের নিমিখেই সব যেন
আলু- থালু হয়ে গেল।
ভালবাসার অংশুমালী,সেতারা,হেলাল
নির্বাসনে চলে গেল
প্রেম কাননের সব ফুল ঝড়ে গেল
ওলিরা উন্মাদ হয়ে যাকে - তাকে কামড়িয়ে দিতে লাগল
মনে আমার হ-য-ব-র-ল বিরাজ করতে লাগল
আমার ভালবাসার রাজ্যে
কলির সন্ধ্যা নেমে আসল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।