প্রিয় বনীতা আর কবিতা - ২
- মাহাবুব আলম - প্রিয় বনীতা আর কবিতা
তোমার অজান্তেই ঈশ্বর তোমায় সম্মোহনী ক্ষমতা দিয়েছেন,
তুমি কি তা জানো?
তোমার চুল গুলো সব যেনো তুলো দিয়ে বানানো ঘন জাঁলের মত
আটকে রাখে দুনিয়ার সাহিত্য গুলোকে ।
তোমার একটি ধারালো অস্ত্র আছে চোখের তারায়,
তুমি নীরবে খুন করে যাও হাজারো প্রেমিক ।
তোমার যখন বর্ষা আস,
তখন ঢল নামে বাড়ন্ত আমি প্রেমিকের গভীরে ।
তুমি অতি-প্রাকৃত না হয়েও তাই হয়ে এসেছো,
এক একটা নদ ভরে যায় তোমার প্লাবনে,
আমি প্রেমিক প্লাবনের জল কালি করে গায়ে মাখি মূহুর্তে মূহুর্তে ।
ফাল্গুনে তোমার কানে পলাশ ফুল দোলে নব আনন্দে,
প্রান্তরে প্রান্তরে ভেসে যায় প্রেম আর প্রেম,
তুমি প্রেম গুলোকে কখনো ফ্রেমে বাঁধো,
আবার কখনো নিজের রক্তে মেশাতে আয়জন করো একা থাকার ।
আমি নব প্রেমিক হয়ে শুধু এসব থেকে ভয়ে ভয়ে শব্দ কুড়াই প্রণয়ের ।
কবিতা আসে প্রণয়ের, তুমি দেখে দেখে ফিরে যাও
ফাল্গুনের সেই গাছটার তলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।