বৃষ্টি
- এস.এম. আরিফ
তুমি এসেছো?
জানো কৃষ্ঞচূড়া ফুল গুলো
তোমার জন্য অনেক কেঁদেছে!
বকুল গুলো শুকিয়ে গেছে!
আর কদম সে তো জানে,
তুমি আসবে বলে কত ব্যঙ্গই না করল! !
.
আজ আমিও ভেবেছিলাম
শুকনো ফুল দিব না তাকে,
যদি তুমি না আসতে কখনো
হয়তো বলাই হতো না যে সে আমার!
.
জানো তুমি ছাড়া সবই ঘোলাটে হয়ে যায়,
বৃক্ষের শাখা প্রশাখা, পত্র বৃন্তি গুলো
ধারন ক্ষমতা হারায় হারায় বলে!
.
তুমি এসেছো আজ,ভিজিয়ে যাও
তবে চিঠি নিয়ে যাও,মেঘদূত হয়ে!
পরেরবার তুমি আসলে,
সে আর আমি নগ্ন পায়ে , হাতে হাত রেখে
গ্রামের কাঁচা রাস্তায় কাদা মাখিয়ে হাঁটব!
আর বৃষ্টির সাথে আমিও
সুর মিলিয়ে বলব ভালোবাসি তোমাকে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।